২০২৩ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : ইসলাম ও নৈতিক শিক্ষা
চতুর্থ অধ্যায় : আখলাক- মুহাম্মদ মিজানুর রহমান, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, পিরোজপুর।
- ০৪ এপ্রিল ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : আখলাক’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৫। ভাগ্য নির্ধারক শর, লটারি ও হাউজি হচ্ছে-
(ক) ভালো কাজ
(খ) একই বস্তু
(গ) বিধর্মীদের কাজ
(ঘ) তিন জাতীয় তিনটি হারাম কাজ
২৬। কোনটি আখলাকে হামিদাহ?
i. সত্য বলা ii. নামাজ পড়া
iii. আল্লাহর ভয়
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) ii (গ) iii (ঘ) i ও iii
২৭। ইলমে লাদুনী বলা হয়-
(ক) কুরআনের এলেমকে
(খ) হাদিসের ইলেমকে
(গ) ফিকহের ইলেমকে
(ঘ) তাসাউফের ইলেমকে
২৮। মানুষের শ্রেষ্ঠত্ব কিসের ওপর নির্ভর করে?
(ক) মানবতাবোধ
(খ) সামাজিক মর্যাদা
(গ) ধনসম্পদ
(ঘ) প্রতিপত্তি
২৯। মহান আল্লাহর নিকট কে বেশি প্রিয়?
(ক) যারা আল্লাহকে ভালোবাসেন
(খ) যারা মহানবী সা: কে ভালোবাসেন
(গ) যারা মাতাপিতাকে ভালোবাসেন
(ঘ) যারা তাঁর সৃষ্টিকে ভালোবাসেন
৩০। সকল পাপের জননী-
(ক) খিয়ানত
(খ) মিথ্যা
(গ) সত্য
(ঘ) গিবত
৩১। সমাজে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠার পূর্বশর্ত-
(ক) ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
(খ) আহদ পালন করা
(গ) শালীনতা বজায় রাখা
(ঘ) আমানত রক্ষা করা
উত্তর : ২৫। ঘ, ২৬। ঘ, ২৭। ঘ, ২৮। ক, ২৯। ঘ, ৩০। খ, ৩১। ক।